ক্যাটাগরি

ঢামেক হাসপাতালের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মঙ্গলবার সকাল ১১টায় শিশুটিকে উদ্ধার করা হয়; যার বয়স আনুমানিক
এক দিন হতে পারে বলে ধারণা পুলিশের।

শাহবাগ থানার উপপরিদর্শক সুদীপ কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া
হয়। কর্তব্যরত চিকিৎসকরা তখন শিশুটি মৃত বলে জানায়।

ময়নাতদন্তের জন্য নবজাতকটিকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে
জানিয়ে তিনি বলেন, “কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গিয়েছে সে ব্যাপারে জানার
চেষ্টা চলছে।”