সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা
থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান।
গ্রেপ্তারকৃত মো. রিফাত (২০) শহরের পশ্চিম
দেওভোগ এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে কিশোরীর মা ফতুল্লা থানায় মামলা
করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী তার মেয়েকে
নিয়ে দেওভোগ এলাকায় বাস করেন। কিশোরীর নানির বাসা পাশের আদর্শনগরে। বুধবার রাতে নানির
বাসা থেকে নানিকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিল কিশোরী। পথে রিফাতসহ কয়েকজন কিশোরীকে মুখ
চেপে ধরে ভয় দেখিয়ে অপহরণ করে। কিশোরীর নানি বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে এলাকাবাসী
সন্দেহবশত রিফাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোরীর খোঁজ মেলে। পুলিশ খবর পেয়ে কিশোরীকে
উদ্ধারসহ রিফাতকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাসুদ রানা
বলেন, পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামির ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।