ক্যাটাগরি

নিউ মার্কেটে সংঘর্ষে আহত অর্ধশত

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও হাসপাতালে খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত আহতদের মধ্যে শিক্ষার্থী ও দোকানকর্মী ছাড়াও রয়েছেন পথচারী, হকার, সাংবাদিক।

এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক শিক্ষার্থী ভর্তি আছেন স্কয়ার হাসপাতালে।

খাবারের দাম দেওয়া নেওয়া নিয়ে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী এবং নিউ মার্কেটের একটি দোকানের কর্মীদের মধ্যে মধ্যরাতে প্রথম মারামারি বাধে।

রাতে এক দফা মারামারির পর থামলেও সকালে হয় ব্যাপক সংঘর্ষ। বিকাল নাগাদ দফায় দফায় সেই সংঘর্ষ চলছিল।

নিউ মার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলা অবস্থায় মঙ্গলবার দুপুরে দোকান কর্মচারীদের সঙ্গে অবস্থান নেয় পুলিশ। ছবি: মাহমুদ জামান অভি

নিউ মার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলা অবস্থায় মঙ্গলবার দুপুরে দোকান কর্মচারীদের সঙ্গে অবস্থান নেয় পুলিশ। ছবি: মাহমুদ জামান অভি

সংঘর্ষে আহত অন্তত অর্ধশত জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এর মধ্যে রয়েছেন সাজ্জাদ, সেলিম, রাজু, কাওসার, রাহাদ, আলিফ, ইয়াসিন, রুবেল, রাজু, সাংবাদিক আসিফ ও এসএটিভির ক্যামেরা পার্সন কবির হোসেন।

জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, আহতদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত রয়েছে, তাদেরকে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়। বাকিদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চারজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

এই চারজনের মধ্যে তিনজন দোকান কর্মচারী। অন্যজন শিক্ষার্থী।

নিউ মার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় আহত হন নিউ মার্কেটের এক দোকান কর্মচারী। পরে তাকে সরিয়ে নেওয়া হয়।ছবি: মাহমুদ জামান অভি

নিউ মার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় আহত হন নিউ মার্কেটের এক দোকান কর্মচারী। পরে তাকে সরিয়ে নেওয়া হয়।ছবি: মাহমুদ জামান অভি

আহত শিক্ষার্থীর নাম কানন চৌধুরী (২২)। দোকানকর্মীরা হলেন- মোরসালিন (২২), ইয়াসিন (২৩) এবং অজ্ঞাত (২৩)।

মোরসালিন ও অজ্ঞাতনামা ব্যক্তির অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মোশাররফ হোসেন নামে এক শিক্ষার্থীকে রাতেই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ কমিশনার শাহেন শাহ।

নিউ মার্কেটে সংঘর্ষের মধ্যে সাংবাদিকরাও আক্রান্ত, অ্যাম্বুলেন্স ভাঙচুর