ক্যাটাগরি

মাগুরায় গৃহবধূকে গলা কেটে, হাত বিচ্ছিন্ন করে হত্যা

নিহত ফাতেমা বেগম (৪৫) ওই এলাকার ওহিদুজ্জামান
অনু মুন্সির দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়
বলে মাগুরা থানার ওসি নাসির উদ্দিন জানান।

ওসি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ
বিকেলে শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।

“গলা কাটার পাশাপাশি তার একটি হাতও শরীর
থেকে বিচ্ছিন্ন ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পরিবারিক কলহের জেরে তাকে ধারালো
অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

পুলিশ গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যদের
জিজ্ঞাসবাদের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে জানান ওসি।

পারিবারিক কলহ সম্পর্কে ওসি বলেন, অনু মুন্সি
ছয় মাস আগে ফাতেমাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী
বড় ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকায় বাস করেন। ছোট ছেলে ফয়সাল জামান (৩২) মাগুরায় বাবার কাছে
থাকেন। ঘটনার পর থেকে জামানকে পাওয়া যাচ্ছে না। তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।