ক্যাটাগরি

মেহজাবীনের জন্মদিনে আদনান আল রাজীবের শুভেচ্ছা

সোমবার
রাত ১২টার পর দু’জনের একটি ছবি ফেইসবুকে পোস্ট করে মেহজাবীনকে নিয়ে আবেগঘন বার্তা জানালেন
রাজীব।

নির্মাতা
রাজীব লিখেছেন, “চমৎকার হৃদয়ের অধিকারী মেহজাবীন চৌধুরীকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি।
কয়েক বছর ধরেই তুমি আমার শক্তি হয়ে আছো, তুমি আমার উজ্জ্বল নক্ষত্র।”

এরপর তিনটি
ভালোবাসার ইমোজি দিয়েছেন রাজীব। রাজীবের পোস্টের মন্তব্যের ঘরে মেহজাবীন একটি ভালোবাসার
ইমোজি দিয়ে লিখেছেন, “ছবিটি আমার দিনটি ভালো করে দিল। আজ ও আগামীর জন্য তোমাকে ধন্যবাদ।”

রাজীবের
পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চঞ্চল চৌধুরী, বুলবুল টুম্পা,
শাহনাজ খুশিসহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

কয়েক বছর
ধরেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন চলছে নাট্যাঙ্গনে; এবারও আরও খানিকটা ভিত্তি খোঁজার
চেষ্টা করছেন ভক্তরা।

তবে বরাবরই
তারা সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন।

২০০৯ সালে দেশীয় একটি সৌন্দর্য বিষয়ক প্রতিযোগিতা থেকে অভিনয় জগতে
আসেন মেহজাবীন। বর্তমানে টিভি নাটকে ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন তিনি।