ক্যাটাগরি

মেহেরপুর সরকারি কলেজের পুকুরে নারীর লাশ

মঙ্গলবার সকাল ১০টার দিকে পুকুরে নারীর মরদেহ
ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বলে সদর থানার পরিদর্শক
(তদন্ত) জুলফিকার আলী জানান।

নিহত মুসলিমা খাতুন শহরের স্টেডিয়াম পাড়ার
জিয়ারুল ইসলামের স্ত্রী। তিনি বিভিন্ন দোকানে পরিছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

জিয়ারুল ইসলাম বলেন, তার স্ত্রী তিন দিন
আগে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন, পরে আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন
স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।  

পরিদর্শক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর
জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

“এটা হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু, তদন্ত
করে বের করা হবে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।”