ক্যাটাগরি

রোজা ও ঈদে বিকাশ অ্যাপে থাকছে যেসব অফার

বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে রোজা ও ঈদকে কেন্দ্র করে
কোম্পানির অফারসহ বিভিন্ন সেবার তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, এত সব তথ্য পেতে গ্রাহককে বিকাশ
অ্যাপের ‘সাজেশনস’ অংশ থেকে ‘রমজানে প্রতিদিন’ আইকন নির্বাচন করতে হবে।

বিকাশ অ্যাপের ‘রমজানে প্রতিদিন’ অংশে
প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি এবং কাউন্টডাউন, রমজানে
সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পরামর্শ, যাকাত ক্যালকুলেটর, বিকাশের মাধ্যমে
যাকাত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম এবং অনুমোদিত সেসব প্রতিষ্ঠানে যাকাত
প্রদানের সুবিধাও থাকছে।

এছাড়া ঈদের কেনাকাটা, রেস্টুরেন্ট, হেলথ কেয়ারসহ
রমজান উপলক্ষে বিকাশের সব অফার একসঙ্গে দেখতে পারছেন ‘বিকাশ অফারে স্বস্তির রমজান’
ব্যানার থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাকাত ক্যালকুলেটর থেকে
গ্রাহকরা যাকাত দেওয়ার প্রয়োজনীয় হিসাব নিকাশ করতে পারবেন। যেসব প্রতিষ্ঠানে যাকাত
দেওয়া যায় সেগুলোতে সরাসরি যাকাত দিতে পারছেন বিকাশের পেমেন্ট গেটওয়ের
মাধ্যমেই।

বর্তমানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক
ফাউন্ডেশন, কোয়ান্টাম
ফাউন্ডেশন, ঢাকা
আহ্‌ছানিয়া মিশন,
বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ফুড ফর অল খুকুমনি ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ
বাংলাদেশ ও মাস্তুল ফাউন্ডেশনে এ যাকাতের অর্থ পাঠাতে পারছেন বিকাশ গ্রাহকরা।