বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্যোজাত যমজ
সন্তানের মধ্যে ছেলেকে হারানোর দুঃসংবাদ জানান পর্তুগিজ মহাতারকা।
ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে ইউনাইটেড কর্তৃপক্ষ লিভারপুলের
বিপক্ষে রোনালদোর না খেলার বিষয়টি নিশ্চিত করে।
“সবকিছুর চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ এবং রোনালদো অত্যন্ত কঠিন এই
সময়ে তার প্রিয়জনদের পাশে আছেন।”
“এ অবস্থায় আমরা নিশ্চিত করতে পারি যে মঙ্গলবার সন্ধ্যায় অ্যানফিল্ডে
লিভারপুলের বিপক্ষে ম্যাচে তিনি (রোনালদো) খেলবেন না।”
লিভারপুলের মাঠে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় লড়াইয়ে নামবে ইউনাইটেড।