শাহনাজ চৌধুরী নামের ওই নারী যুক্তরাষ্ট্র
থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান বলে ঢাকা কাস্টম
হাউজের উপ কমিশনার মো. সানোয়ারুল কবির জানান।
তিনি বলেন, “আমাদের কাছে খবর ছিল, অবৈধ
স্বর্ণের একটি বড় চালানা আসছে। তাই আমরা সতর্ক ছিলাম। সেই তথ্যের ভিত্তিতে আমাদের নারী
প্রিভেন্টিভ দল ৭ নম্বর বোর্ডিং ব্রিজে শাহনাজ চৌধুরীকে তল্লাশি করে। এক পর্যায়ে তার
কোমরের বেল্টে বাধা ৫৯টি সোনার বার পাওয়া যায়।”
জব্দ করা সোনার বারগুলোর মোট ওজন ৬ কেজি
৮০০ গ্রাম বলে জানান সানোয়ারুল।
শাহনাজ চৌধুরী বাংলাদেশে কোথায় এসেছিলেন
জানতে চাইলে সানোয়ার কবির বলেন, “তিনি মার্কিন নাগরিক। আমাদের বলেছেন, ঢাকায় কয়েক দিন
থেকে আবার যুক্তরাষ্ট্রে চলে যেতেন।”
এ ঘটনায় বিমানবন্দর থানায় শাহনাজ চৌধুরীর
বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউজের কমিশনার মো. ফাইজুর রহমান।