সোনাগাজী থানার ওসি মুহাম্মদ
খালেদ হোসেন দাইয়্যান জানান, রোববার রাতে চরসাভিকারী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায়
দায়ের করা মামলায় ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. আইয়ূব (৩৫) ফেনীর
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠাননগর গ্রামের নূরুল আমিনের ছেলে।
মামলার বরাতে ওসি খালেদ বলেন, সোনাগাজীর
চরসাভিকারী গ্রামে ফুফাতো শ্যালিকার স্বামীর বাড়িতে বেড়াতে যান মো. আইয়ূব। রোববার
রাত সাড়ে ১২টার দিকে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন শ্যালিকার শয়নকক্ষে গিয়ে তাকে ধর্ষণ
করেন আইয়ূব।
“পরে গৃহবধূর স্বামীর পরিবারের
লোকজন ৯৯৯ এ ফোন করে অভিযোগ দিলে সোনাগাজী মডেল থানা পুলিশ মধ্যরাতে আইয়ূবকে আটক
করে থানায় নিয়ে যায়।”
ওসি জানান, সোমবার দুপুরে ওই গৃহবধূ
থানায় মামলা করেন। বিকালে আদালত হাজির করা হলে ওই যুবককে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার দুপুরে ফেনী জেনারেল
হাসপাতালে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান ওসি।