ক্যাটাগরি

প্রতিবন্ধীকে ধর্ষণ: ৯৯৯ এ ফোন পেয়ে দুজনকে ধরল পুলিশ

রাজধানীর
ডেমরা এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে জালাল বেপারি (৩৫) ও চান মিয়া (৩৮) নামের ওই
দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

৯৯৯ এ
দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক গৃহবধূ ডেমরার ডগাইর ঈদগাহ মাঠ
এলাকায় বেশ কিছুদিন আগে ধর্ষণের শিকার হন। পরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাবাসী
বিষয়টি জানতে পারেন।

 “ওই নারী বুদ্ধি প্রতিবন্ধী
হওয়ায় তিনি কাউকে ঘটনাটি সেভাবে বুঝিয়ে বলতে পারেননি। পরে ভিডিও ছড়িয়ে পড়লে তা
জানাজানি হয়। গৃহবধূর স্বামীর বড় ভাই তা জানার পর এবং ধর্ষণকারীদের এলাকায়
প্রকাশ্যে ঘুরতে দেখে ৯৯৯ এ ফোন করে সহায়তা চান।”

এরপর
ডেমরা থানা পুলিশের সহায়তায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই পুলিশ
কর্মকর্তা।

ডেমরা
থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারী বুদ্ধি
প্রতিবন্ধী হওয়ায় ১০ দিনেও কেউ জানতে পারেনি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগও
আসেনি। বিষয়টি জানার পর একটি মামলা হয়।

“দুইজনকে
গ্রেপ্তারের পর আদালতে এবং ওই নারীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।”