মঙ্গলবাল
রাতে তার ওপর এই হামলা হয় বলে কালকিনি থানার ওসি ইসতিয়াক
আসফাক রাসেল জানান।
আহত সীমা বেগম (৩৮) উপজেলার রমজানপুরের উত্তর রমজানপুর গ্রামের নান্নু
ফকিরের স্ত্রী।
ওসি পরিবারের বরাতে বলেন, নান্নুর সঙ্গে একই এলাকার পান্নু ফকিরের জমি
নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে পান্নু ফকিরের নেতৃত্বে কয়েকজন হামলা চালিয়ে সীমাকে পিটিয়ে
আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করায়। পরে নান্নু থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগ
অস্বীকার করেছেন পান্নু ফকির।
তিনি পাল্টা
অভিযোগ করে বলেন, ”আমি তার স্ত্রীকে মারিনি। বরং নান্নু ফকির ও তার লোকজন আমার ওপর
হামলা করেছে।”
ঘটনা তদন্ত
করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি ইসতিয়াক।