বুধবার বিকালের এ ঘটনায় সাইফুল (২৫) নামের ওই ব্যবসায়ী নিহত হয়। এছাড়া তার দুই ভাই বাবু (১৮) ও সাবু (১৪) আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী দুই সহোদর এবং তাদের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতীকী ছবি
বাড্ডার সাঁতারকুল এলাকায় সাইফুলদের একটি মুদি দোকান রয়েছে জানিয়ে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পাশে সামিউল নামে আরেকজনের আরেকটি মুদি দোকান রয়েছে।
“দোকানের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে এ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের পরিবারের সদস্যরাও এ ঘটনায় জড়িয়ে পড়ে।
“দুই পক্ষের হাতাহাতির সময় সামিউলের ভাই খায়ের তার হাতে থাকা কাঁচি দিয়ে সাইফুলের পেটে আঘাত করে। এতে গুরুতর জখম হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টায় ডাক্তার তাকে মৃত বলে জানায়।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সামিউল, তার ভাই খায়ের এবং তাদের বাবা মোহাম্মদ জুয়েলকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
তবে সাইফুলের ভাই রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের ও সামিউলদের দোকান পাশাপাশি এবং তা একই ভবন মালিকের।
“দোকানগুলোর ছাদ ঢালাই শেষে নির্মাণ শ্রমিকদের টাকা প্রদান নিয়ে কথাকাটি থেকে হাতাহাতি এবং হত্যার এ ঘটনা ঘটে।”
আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের গ্রামের বাড়ি বরিশালের বন্দর থানার সাহেবের হাট টংঙ্গীবাড়িয়া এলাকায় উল্লেখ করে ওসি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।