ক্যাটাগরি

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত ১

অর্থনৈতিক সংকটের চাপ কমাতে দেশটি যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে দ্রুত আর্থিক সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে তখন মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

২ কোটি ২০ লাখ জনসংখ্যার এ দ্বীপদেশটিজুড়ে কয়েক সপ্তাহ ধরেই টানা বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভাকারীরা অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে আর জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং দিতে হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় শহর রামবুকানায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।

কেগাল টিচিং হাসপাতালের পরিচালক মিহিরি প্রিয়াঙ্গানি জানিয়েছেন, অন্তত এক বিক্ষোভকারী নিহত ও ১২ জন আহত হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“মৃত ব্যক্তি
সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন,” রয়টার্সকে বলেছেন প্রিয়াঙ্গানি।

“গুলিতে জখম হয়েছিলেন বলে আমরা ধারণা করছি, তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা দরকার।”

পুলিশের মুখপাত্র নালিন থালডুয়া জানান, বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ একটি রেললাইন কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে রাখার পর পুলিশ তাদের সরে যেতে বলে আর এ থেকেই গণ্ডগোল শুরু হয়। পাথর ও অন্যান্য বস্তু ছুড়তে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে গুলি চালায় তারা। 

“পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ে, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়,” রয়টার্সকে বলেন থালডুয়া।

“আহত বেশ কয়েকজন পুলিশ সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনও ওই এলাকায় অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে,” বলেন তিনি।

একটি ঋণ কর্মসূচীর আওতায় আইএমএফ থেকে আর্থিক সহায়তা নেওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা। এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সোমবার অর্থমন্ত্রী আলী সাবরির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন গিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে দেশটিতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা একটি গুরুতর ঝুঁকি হয়ে দেখা দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

আরও পড়ুন:

আইএমএফের কাছে দ্রুত আর্থিক সহায়তা চায় শ্রীলঙ্কা