দিনাজপুরের হিলি চেকপোস্টের শূন্যরেখায় আজ বুধবার দুপুরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান।
পাঁচ ভারতীয় হলেন- লিপলাল হেমরম (৪৪), নূর আমিন (৩৩), সামিউল হাসদা (৩৮), রুবেল মার্ডি (৪৩) ও শান্ত্বনা মুর্মু (৪৮)।
ওসি বলেন, তারা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে মামলায় সাজা খেটেছেন। দিনাজপুর ও নওগাঁ কারাগারে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেন তারা। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়েছে।