উপজেলার রান্ধুনীবাড়ি এলাকা থেকে ওই যুবককে
আটক করা হয় বলে র্যাব-১২ এর গণসংযোগ কর্মকর্তা মেজর এম রিফাত-বিন-আসাদ জানান।
আটক হারুন-অর-রশিদ (৩৭) উপজেলার বয়রা মাছুম
(বর্তমান নাকফাটা পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,
একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
“হারুন দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয়
করে আসছিলেন।”
মামলা দিয়ে তাকে বেলকুচি থানায় হস্তান্তর
করা হয়েছে বলে জানায় র্যাব।