ক্যাটাগরি

আসছে বিটিএসের নতুন অ্যালবাম

কে পপ তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী অ্যাপ ‘উইভার্স’ এ দক্ষিণ কোরীয় বিনোদন সংস্থা বিগ হিট মিউজিক বিটিএসের নতুন অ্যালবাম আসার খবর জানিয়ে বিবৃতি দেয়।

নতুন অ্যালবামের জন্য ভক্তদের ভালোবাসা ও সমর্থন চেয়ে বিবৃতিতে বলা হয়, “আগামী ১০ জুন বিটিএস আরেকটি নতুন অ্যালবাম নিয়ে আসতে যাচ্ছে। নতুন অ্যালবাম সম্বন্ধে পরবর্তীতে বিশদভাবে জানানো হবে।“

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, সম্প্রতি ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বিটিএসের পারফরম্যান্সের পর এই ঘোষণা আসে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ক একটি টিজার ভিডিও ও প্রকাশ করেছে জনপ্রিয় এ কোরিয়ান ব্যান্ড।

টিজারে একটি ট্যাগলাইন ‘উই আর বুলেটপ্রুফ’ লেখা আছে, তবে এটি অ্যালবামের নাম, নাকি একটি গানের শিরোনাম অথবা প্রচারমূলক ট্যাগলাইন, তা স্পষ্ট হয়নি৷

২০১৩ সালে আত্মপ্রকাশ করা ‘কে পপ’ গ্রুপ বিটিএস তাদের সর্বশেষ অ্যালবাম “বি” প্রকাশ করে ২০২০ সালে। এরপরে ২০২১ সালে তাদের দুটি ইংরেজি একক গান ‘বাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’ প্রকাশ পায়। ‘বাটার’ এর জন্য ‘সেরা পপ গ্রুপ পারফরম্যান্স’ বিভাগে গ্র্যামিতে মনোনয়ন পায় এ বয়ব্যান্ড।

আরও খবর

কে-পপ’র উন্মাদনায় আলোচিত যারা
 

আবারও কনসার্টে ফিরছে কোরীয় ব্যান্ড বিটিএস
 

বিলবোর্ডে ইতিহাস গড়লেন বিটিএস’র ‘ভি’