রাজধানীর
গুলশানে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন শরিয়াহ পর্ষদের চেয়ারম্যান ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ঢাবির ফার্সি
ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাবির ইসলামিক
স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা
পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান ও ইউসিবি
অ্যাসেট ম্যানেজমেন্টের পোর্টফোলিও ম্যানেজার এস এম সামিউজ্জামান।
সভায় ইউসিবির পক্ষে অংশ নেন ব্যাংকের কোম্পানি
সচিব এ টি এম তাহমিদুজ্জামান।