বুধবার সকাল ৮টার দিকে উপজেলার শ্রীকাইল
ইউনিয়নের শলফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বাঙ্গরা বাজার থানার এসআই রনি চৌধুরী জানান।
নিহত শিশু মিয়া (৬৫) উপজেলার বাঙ্গরা
থানার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
আহতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর
ইউনিয়নের সরেরপাড় গ্রামের অটোরিকশার চালক সবুজ, যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম
ও মোহাম্মদ হাসান। যাত্রীরা কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায় বাসিন্দা।
শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো.
জাহাঙ্গীর আলম বলেন, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল।
শলফা এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি গাছ উপড়ে অটোরিকশার ওপর পড়ে।
আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় তিনজনকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআই রনি চৌধুরী বলেন, ঝড়ে উপড়ে পড়া
গাছটি সড়ক থেকে সরানো হয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
এদিকে, কুমিল্লা আবহাওয়া কার্যালয়ের
কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায়
৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আরও ঝড়-বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।