শহরের থানাপাড়া থেকে বুধবার সকালে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে কুষ্টিয়া সদর থানার পরিদর্শক নিশিকান্ত সরকার জানান।
গ্রেপ্তার মনিরুল ইসলাম থানাপাড়ার খলিলুর রহমানের ছেলে।
মামলার বরাতে নিশিকান্ত জানান, মেহেরপুরের গাংনী উপজেলার এক তরুণীকে প্রতারণা করে ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন মনিরুল। এরপর ওই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি মেয়েটিকে ব্ল্যাকমেইল করে আসছিলেন। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ৮ এপ্রিল কুষ্টিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন ওই নারী।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, মনিরুলকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা করে নারী নির্যাতনের আরও চারটি মামলা রয়েছে।
দুদিন আগে একটি প্রতারণা মামলায় মনিরুল জেল থেকে ছাড়া পান বলে জানান ওসি।