বুধবার
বিকালে দক্ষিণ পতেঙ্গা মোল্লাঘাটা এলাকার দ্বীন মোহাম্মদ সওদাগর কলোনিতে আগুন
লাগার পর মেয়ে শারমিন আক্তার মনিকে বাঁচাতে গিয়ে বাবা আব্দুল মান্নানও দগ্ধ হন।
অগ্নিকাণ্ডে
আশেপাশের আরও পাঁচটি টিনের ঘর পুড়ে গেছে বলে জানান পতেঙ্গা থানার ওসি কবির হোসেন।
বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে ঘরে লাকড়ির চুলায়
রান্না করছিলেন মান্নানের স্ত্রী সাহিদা বেগম। চুলায় বেশি আগুনের জন্য লাকরিতে
কেরোসিন তেল দেন তিনি।
“কিন্তু অসাবধানতায় লাকড়িতে তেলের পরিমাণ বেশি হয়ে যাওয়ায় ঘরে
আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শারমিন ঘর থেকে বের হতে না পারায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই
মারা যায়।”
মেয়েকে
বাঁচাতে গিয়ে মান্নানও দ্গ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি কবির হোসেন।
শারমিনের
মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।