ক্যাটাগরি

পদ্মায় মিলল যুবকের লাশ

বুধবার
দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের
পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান। 

রামকৃষ্ণপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন জানান, পদ্মায় ভাসমান মরদেহ
দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে
পরিচয় জানা যায়নি।

ওসি
মিজানুর বলেন, যুবকের বয়স হবে আনুমানিক ৩৫ বছর। তার পরনে ফুল প্যান্ট ও হাফহাতা
কালো গেঞ্জি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে পদ্মায় ফেলে দেওয়া
হয়েছে।

মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার
প্রস্তুতি চলছে।