ক্যাটাগরি

বজ্রপাতের পর আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২ নারী শ্রমিক নিহত

উপজেলার
চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নান্দাইল মডেল
থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান।

নিহত আবুল
হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫) বাঁশাটি
গ্রামের বাসিন্দা।

সরজমিনে দেখা
যায়, বিস্ফোরণে কারখানার বেশিরভাগ অংশের টিনের চাল উড়ে গেছে। দেয়াল ও ভেতরের
জিনিসপত্র এমনভাবে ভেঙেছে যে সেটি কারখানা বলে চেনা মুশকিল।

ওসি বলেন, দুই
নারী ভোরে কারখানায় গিয়ে পটকা বানানোর কাজ করেছিলেন। এর মধ্যে বিস্ফোরণে ঘটনাস্থলেই
দুই নারীর মৃত্যু হয়।

“বিস্ফোরণের
আগ মুহূর্তে দুটি বজ্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।”

মরদেহ ময়নাতদন্তের
জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থার কথা
জানায় পুলিশ।