সম্প্রতি ফাঁস হওয়া তথ্য-উপাত্ত আর রেন্ডার
বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, ক্লাসিক ম্যাকবুক এয়ারের নকশা থেকে
সরে এসে অ্যাপল সম্ভবত ডিভাইসটির নকশা নতুন করে সাজিয়েছে; বড় পরিবর্তন এসেছে বাহ্যিক
গঠনে। আরও ইঙ্গিত মিলছে, সম্ভবত এ বছরের দ্বিতীয় অংশেই ল্যাপটপটি বাজারে আনবে অ্যাপল।
ফাঁস হওয়া তথ্য-উপাত্ত বলছে, নতুন ম্যাকবুক
এয়ারের ওজন হবে মাত্র ২.৯ পাউন্ড বা এক কিলো ৩১৫ গ্রাম। এতে থাকবে, ১৩.৬ ইঞ্চির মিনি-এলইডি
রেটিনা ডিসপ্লে, কি-বোর্ডের নকশা পরিবর্তন করে সাজানো হয়েছে ম্যাকবুক প্রো-এর আদলে,
থাকবে ইউএসবি টাইপ-সি এবং থান্ডারবোল্ট পোর্ট, সর্বোচ্চ ১৬ জিবির র্যামসহ ২টেরাবাইট
মেমোরি এবং একবারের চার্জে চলবে টানা ২০ ঘণ্টা।
ল্যাপটপটিতে এইচডিএমআই বা এসডি কার্ড
স্লট আদৌ থাকবে কি না, সে প্রসঙ্গে কোনো তথ্য এখনও মেলেনি।
তবে, ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার
হবে সম্ভবত এর চিপসেট। বলা হচ্ছে, অ্যাপলের এম২ চিপ থাকবে এতে। টেকরেডার জানিয়েছে,
সম্ভবত আট কোরের সিপিইউ থাকবে নতুন এয়ারের এম২ চিপে। সিপিইউ-এর কোরের সংখ্যা বিচারে
এটি এম১ প্রো বা এম১ ম্যাক্সের মতো শক্তিশালী না হলেও জিপিইউ এবং সিপিইউ-এর সর্বোচ্চ
সমন্বয়ের কথা মাথায় রেখেই অ্যাপল এম২-এর নকশা
করেছে বলে ধারণা প্রকাশ করছে টেকরেডার।
তবে রেওয়াজ মেনেই, ফাঁস হওয়া তথ্য বা
বাজারের চলতি গুজবের কোনোটিকেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অ্যাপল। তাই, বিষয়গুলো
বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিলেও নিশ্চয়তা মিলছে না।
সাম্প্রতিক মাসগুলোতে অ্যাপলের নতুন
ডিভাইস নিয়ে অসংখ্য তথ্য-উপাত্ত ফাঁস হয়েছে, গুজবেরও অভাব নেই বাজারে। প্রতিষ্ঠানের
অভ্যন্তরীণ তথ্যের নির্ভরযোগ্য ফাঁসকারী হিসেবে প্রযুক্তি পণ্যের বাজারে আলাদা গ্রহণযোগ্যতা
আছে তার।
৮ মার্চের ‘পিক পারফর্মেন্স’ আয়োজনে
ম্যাকবুক এয়ার ২০২২ দেখায়নি গুগল। জুন মাসের শুরুতে অনুষ্ঠিত হবে অ্যাপলের ওয়ার্ল্ড
ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)। টেকরেডার বলছে, জুন মাসের আয়োজনেই
ল্যাপটপটি দেখানো হবে, সেই সম্ভাবনা এখনও রয়েছে।
ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গারম্যানের
দেওয়া তথ্য বলছে, প্রাথমিক অবস্থায় ২০২১ সালের শেষ দিকে বা ২০২২ সালের শুরুর দিকেই
নতুন ম্যাকবুক এয়ার উন্মোচনের পরিকল্পনা করেছিল অ্যাপল। তবে, সেই লক্ষ্য ধরে রাখতে
পারেনি প্রতিষ্ঠানটি।
বাজারের সব গুজব চলতি বছরেই নতুন ম্যাকবুক
এয়ারের কথা বললেও তাতে ম্যাকবুক প্রো-এর ১৪ ইঞ্চি বা ১৬ ইঞ্চি সংস্করণের উল্লেখ নেই
বলে জানিয়েছে টেকরেডার।