বুধবার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোরআন পোড়ানো পরবর্তী অস্থিতিশীলতা ও সংঘাতে সাধারণ মানুষ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় বাংলাদেশ উদ্বেগ জানাচ্ছে।
সুইডেনের বিভিন্ন শহরে সোমবার উগ্র ডানপন্থী গোষ্ঠীর কোরআন পোড়ানোর পরিকল্পনা ঘিরে বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।
আসন্ন নির্বাচন সামনে রেখে ভোট টানতে কোরআন পোড়ানোর এ পরিকল্পনা নিয়েছিলেন মুসলিম-বিদ্বেষী ও অভিবাসনবিরোধী ডেনিশ-সুইডিশ রাজনীতিক রাসমুস পালুদান বলে সংবাদ মাধ্যমের খবর।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সংঘর্ষের কারণে এ দফায় তার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তবে এর আগেও একই ধরনের কাণ্ড পালুদান ঘটিয়েছিলেন।
বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রাখা এবং সম্মানে বিশ্বাস করে উল্লেখ করে সরকারের বিবৃতিতে বলা হয়, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে সহিষ্ণুতা বজায় রাখা এবং অযাচিত উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”
এদিকে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা রাশাদ হুসেইনের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুইডেনের মত দেশে এমন ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব বিশ্বের অন্যান্য এলাকায়ও পড়তে পারে।
বাংলাদেশেও আগে এ রকম অপচেষ্টা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ইউরোপের মতো সভ্য দেশগুলোতে এই ধরনের চেষ্টা বা অপচেষ্টা যদি সরকার ত্বরিৎ গতিতে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা আন্তসংযুক্ত বিশ্বে আছি, একটা সময় ফান্সে চার্লি হেবদো পত্রিকাটি আমাদের মহানবীর নামে কার্টুন ছেপেছিল এবং তারপর কনসেকুয়েন্সেস যেগুলো হয়েছে…
“আমরা সেটাকেও সমর্থন করি না, যেটাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করা হয়। ওইটার ইমপ্যাক্ট কিন্তু বাংলাদেশ বা পার্শ্ববর্তী রাষ্ট্র যে কোনোটির উপরে পড়তে পারে।”
ধর্ম পালনের স্বাধীনতার বিষয়ে সব দেশে ঐকমত্য দরকার মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এ ব্রডার কনসেনসাসটা কিন্তু আমাদের দরকার এবং সব ইস্যুকে সমান মনোযোগ দেওয়া দরকার।”
রোজার মাসে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দাও জানান শাহরিয়ার।
তিনি বলেন, “আমরা রমজান মাসে দেখেছি যে, ইসরায়েলিরা আবারও ফিলিস্তিনিদের উপর হামলা করেছে। এটা একেবারে অগ্রহণযোগ্য এবং আমরা এটার জোরালো প্রতিবাদ জানাই।”