ক্যাটাগরি

স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের
কথা জানানো হয়।

২০১৬ সালের ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির
ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।

২০২০ সালের ২৮ জুলাই শফিউল বারী বাবুর মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির
দায়িত্বে আসেন সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর। এরপর ২০২০ সালের ১৯ অক্টোবর ১৪৯
সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি
মোস্তাফিজুর রহমানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াসীন আলী। সম্মানিত সদস্য
হিসেবে রাখা হয়েছে প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইনকে।

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে ২৯ জন সহ-সভাপতি, ২১ জন যুগ্ম সম্পাদক,
৩৪ জন সহ-সাধারণ সম্পাদক, ৬৩ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদক, সহ-সম্পাদক,
সদস্য মিলে ৩৫২ জন রয়েছেন।