বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের বিপরীত
দিক থেকে বুলবুল আহমেদ মনিরুল নামের ২২ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার
এন্টি টেরোরিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, গ্রেপ্তারের সময় মনিরের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত
দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড পাওয়া যায়।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের ছাত্র
মনির ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ‘আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদ প্রচারের জন্য
উগ্রবাদী বই ও প্রচারপত্র’ তৈরি করতেন বলে এন্টি টেরিরজম ইউনিটের ভাষ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সে অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সাথে
এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে জিহাদের আর্মড কমব্যাট প্রশিক্ষণের ভিডিও শেয়ার করত এবং
জিহাদের ময়দানে শরিক হবার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল।”
এটিইউ বলছে, মনির ফেইসবুকে ‘খালিদ বিন ওয়ালিদ’ এবং ‘এরতুগ্রুল গাজী এমবি
নামে দুটি আইডি ব্যবহার করে “সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা এবং জননিরাপত্তা বিপন্ন
করার উদ্দেশ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল”
নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনার মাধ্যমে মনির
‘খিলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছিল’ বলে এন্টি টেরিরজম ইউনিটের ভাষ্য।
তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।