রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডারে নতুন সংযোজন এই ক্ষেপণাস্ত্রটি মস্কোর শত্রুদের চিন্তার খোরাক যোগাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার টেলিভিশনে বুধবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বলা হয়। রাশিয়ার উত্তরপশ্চিমের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং সেটি ফার ইস্টের কামচাৎকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
গত কয়েক বছর ধরেই সারমাত ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে রাশিয়া। তাই এর পরীক্ষা পশ্চিমাদের জন্য আকস্মিক কোনও খবর ছিল না। কিন্তু এমন একটি সময়ে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হল; যখন ইউক্রেইনে রুশ আগ্রাসনের কারণে পুরো বিশ্বের ভূরাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
টেলিভিশনে পুতিন বলেছেন, ‘‘নতুন এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এটি সব ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম। বিশ্বে এটির সমকক্ষ আর কিছু নেই এবং দীর্ঘ সময়ে আসবেও না।”
“এই অনন্য অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষমতায় আরও বলীয়ান করবে, বহির্বিশ্বের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যারা উন্মত্ত, আক্রমনাত্মক বক্তব্যের উত্তাপে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য চিন্তার খোরাক জোগাবে।’’
ইউএস কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্যানুযায়ী, সরমাত একটি নতুন ধরনের ভারি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়া আশা করছে, তারা এই ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে ১০টি বা তার বেশি ওয়ারহেড মোতায়েন করতে পারবে।