বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, “আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।”
এক প্রশ্নের জবাবে র্যাব মুখপাত্র বলেন, “ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র্যাব মনে করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
“রাদার আমরা বলব, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না… উনার স্ত্রী যখন র্যাবের কাছে এসেছিলেন, তখন তাকে সর্বোচ্চ আইনগত সহায়তা দেবার চেষ্টা করেছে র্যাব।”
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীতে আমতলী এলাকার কাছ থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ইলিয়াস।
ইলিয়াস অন্তর্ধানের দশক পূর্তিতে গত সোমবার বিএনপির এক সভায় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেন, “আমরা প্রতিটি মুহূর্ত তার ফেরার অপেক্ষায় আছি।”
খন্দকার আল মঈন বলেন, “যেখানে যেখানে তার (লুনার) সন্দেহ হয়, অর্থাৎ যেখানে তিনি মনে করেছিলেন যে, তার স্বামীর থাকা সম্ভাবনা রয়েছে, তিনি যখনই র্যাবকে কোনো তথ্য দিয়েছেন, তখনই র্যাবের টিম তাকে গিয়ে সহযোগিতা করেছে।”
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী। ফাইল ছবি
ইলিয়াস আলীকে খুঁজে পেতে র্যাব এখনো চেষ্টা করছে দাবি করে মুখপাত্র বলেন, “ইলিয়াস আলীর স্ত্রী কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে, র্যাবের কাছে উনি যখনই এসেছেন, তাকে সহায়তা দিয়েছে র্যাব।
“এখনো আমরা কিন্তু উনাকে সহযোগিতা করছি। ওই বিষয়ে কেউ তথ্য দিলে আমরা কিন্তু যাচ্ছি তাকে খুঁজে বের করার চেষ্টায়। আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।”
একই দিনে সুইডেন ভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের এক প্রতিবদনে ‘গোপন নথির’ বরাতে দাবি করা হয়, অপহরণের ওই ঘটনায় র্যাবের গোয়েন্দা শাখার ‘সম্পৃক্ততা পেয়েছিল’ র্যাবেরই আরেকটি শাখা।
এ বিষয়ে জবাব দিতে গিয়ে র্যাবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংবাদ সম্মেলনে তুলে ধরেন খন্দকার আল মঈন। তিনি বলেন, র্যাব হচ্ছে একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের যত অভিযান, সবই আইন মেনে পরিচালনা করা হয়।
তিনি বলেন, “নেত্র নিউজে যে সমস্ত তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখানে যেভাবে ডকুমেন্টেশন দেখানো হয়েছে বিষয়টা কিন্তু সেরকম না।”
আরও পড়ুন:
ইলিয়াস আলীর স্ত্রী এখনও স্বামীর অপেক্ষায়
ইলিয়াসকে নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মির্জা আব্বাস