ক্যাটাগরি

কালবৈশাখী: ১০ ঘণ্টা বিদ্যুতহীন লৌহজংয়ের ৭ ইউনিয়ন

বুধবার সকাল ৭টা থেকে শুরু হওয়া প্রায় এক ঘণ্টার ঝড়ে উপজেলার সাত ইউনিয়নের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিশীথ কুমার পাল জানান।

কনকসার ইউনিয়নের ছিলু নামের এক ব্যক্তি বলেন, কাল বৈশাখীর ঝড়ে মধ্যে বিদ্যুতের তারের উপর গাছের ডালপালা ভেঙে পড়ে। এতে তার ইউনিয়নসহ মেদিনীমণ্ডল, কুমারভোগ, হলদিয়া, বৌলতলী, গাওদিয়া ও খিদিরপাড়া ইউনিয়ন বিদ্যুতহীন হয়ে পড়ে। কিছু জায়গায় বিদ্যুতের খুঁটিও হেলে পড়ে।

নিশীথ বলেন, তাদের কর্মীরা ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামত করেন। এরপর বিকাল ৫টার দিকে বিদ্যুৎ সংযোগ সচল হয়।