জেলার
পুলিশ সুপারের কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে
শ্রমিকরা গাড়ি নিয়ে রাস্তায় নামেন।
বুধবার
রাতে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে বাসের যাত্রীকে নামিয়ে টেম্পোতে তোলা হলে
দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায়। টেম্পো চালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে
বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা।
জেলা মোটর
পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে
বাসচালকসহ শ্রমিকনেতাকে মারধরের মামলায় আসামি টেম্পো শ্রমিকদের গ্রেপ্তার করা হবে
বলে সিদ্ধান্ত হয়।
পুলিশের
আশ্বাস পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করেন বলে জানান শ্রমিকনেতা ফজলে রাব্বী।
আরও পড়ুন