ক্যাটাগরি

বৃহস্পতিবার মারিউপোলের নিয়ন্ত্রণ নেবে রাশিয়া: চেচেন নেতা

রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান কাদিরভের বাহিনীগুলোও ইউক্রেইনে রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করছে।

মারিউপোলের শেষ প্রধান শক্তিকেন্দ্র আজভস্তাইল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেইনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে ইউক্রেইন আলোচনার প্রস্তাব দেওয়ার পর পুতিনের এ শীর্ষ মিত্র একথা বলেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

“দুপুরের আহারের আগে অথবা পরে, আজভস্তাইল পুরোপুরি রুশ ফেডারেশনের বাহিনীগুলোর নিয়ন্ত্রণে চলে আসবে,” ওই ইস্পাত কারখানা নিয়ে বলেন কাদিরভ।

এমনটি হলে আট সপ্তাহ আগে ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর রাশিয়ার দখলে যাওয়া সবচেয়ে বড় শহর হবে মারিউপোল।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউকে পাওয়া যায়নি।  

বুধবার কয়েক ডজন বেসামরিক দক্ষিণপূর্বাঞ্চলীয় দনবাসের এ বন্দরনগরী ছাড়তে সক্ষম হয়েছেন। ছোট একটি বাসবহরে করে তারা শহরটি ছেড়েছেন বলে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।

বুধবার ভোররাতে এক ভিডিও বার্তায় ইউক্রেইনীয় এক মেরিন কমান্ডার মেজর সেরহি ভোলেনা জানিয়েছেন, আজভস্তাইল ইস্পাত কারখানায় থাকা যোদ্ধারা হয়তো আর বেশিক্ষণ সেটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না।

সেখানে যোদ্ধাদের পাশাপাশি প্রায় এক হাজার বেসামরিকও আশ্রয় নিয়ে আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

ইস্পাত কারখানাটি থেকে এসব বেসামরিক ও সেনাদের সরিয়ে নিতে ইউক্রেইনীয় আলোচকরা বুধবার কোনো শর্ত ছাড়াই রাশিয়ার সঙ্গে বিশেষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা প্রধান আলোচক মিখাইলো পদোইলাক এক টুইটে বলেছেন, “আজভ (ব্যাটেলিয়ন), সামরিক বাহিনী, বেসামরিক, শিশু, বেঁচে থাকা আহতদের- আমাদের এসব লোকদের বাঁচাতে কোনো শর্ত ছাড়াই বিশেষ পর্যায়ের আলোচনার জন্য ইউক্রেইন প্রস্তুত।”

আজভস্তাইল ইস্পাত কারখানায় আটকা পড়া বেসামরিক ও সেনাদের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্দিদের বিনিময় করার প্রস্তাব দিয়েছে কিইভ। এই কারখানাটিতে যে ইউক্রেইনীয় সেনারা আছে তারা বুধবার আত্মসমর্পণর জন্য রাশিয়ার বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা অগ্রাহ্য করেছে।         

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনের ৫০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে এবং দেশটির শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও খবর:

ইউক্রেইনের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
 

মারিউপোলে কী হচ্ছে, শহরটি কেন গুরুত্বপূর্ণ
 

আমাদের হাতে মাত্র কয়েক ঘণ্টা আছে: মারিউপোলের মেরিন কমান্ডার
 

মারিউপোলের সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার নতুন সময়সীমা
 

ইউক্রেইন যুদ্ধ: শরণার্থীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে