ক্যাটাগরি

রাশিয়ানদের জন্য সেবা ‘আরও সীমিত’ করছে বাইন্যান্স

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের
পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর একের পর এক অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান
ইউনিয়ন এবং তাদের মিত্ররা। সেই নিষেধাজ্ঞার তাপ লেগেছে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর গায়েও।

চলতি মাসের শুরুতেই পঞ্চমবারের মতো রাশিয়ার
ওপর একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। তারই জেরে ক্রিপ্টো ওয়ালেটে ১০ হাজার
ইউরোর বেশি মূল্যের ক্রিপ্টো মুদ্রা আছে এমন রাশিয়ানদের লেনদেন সেবা আরও সীমিত করতে
বাধ্য হয়েছে বাইন্যান্স।

রাশিয়ার সামরিক আগ্রাসনের শুরুতে দেশটির
নাগরিকদের ক্রিপ্টো লেনদেন সেবা বন্ধে নারাজ ছিল বাইন্যান্স ও কয়েনবেইজসহ প্রথমসারির
ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে সে অবস্থান থেকে সরে আসতে বাধ্য
হয়েছে তারা।

মাসের শুরুতে ঘোষিত ইউরোপীয় ইউনিয়নের
নতুন নিষেধাজ্ঞাগুলোর মূল লক্ষ্যই ছিল ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংক এবং অন্যান্য আর্থিক
সেবা। রাশিয়ার ধনকুবেররা আগের নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটানোর নানা উপায় খুঁজে বের করছেন
এমন খবর প্রকাশের পর সেই ‘লুপহোলগুলো’ বন্ধ করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ
করেছে ইইউ।

বাইন্যান্স জানিয়েছে, রাশিয়ার নাগরিক
বা প্রতিষ্ঠানের ক্রিপ্টো ব্যালেন্স ১০ হাজার ইউরোর বেশি হলে তারা অ্যাকাউন্ট বন্ধ
করার জন্য ৯০ দিন সময় পাবেন।

ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি আরও
জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার শিকার অ্যাকাউন্টগুলোতে কেবল অর্থ উত্তোলনের
সেবা চালু থাকবে। নতুন করে তহবিল জমা করা বা কোনো রকমের লেনদেনের সুযোগ মিলবে না ক্রিপ্টো
ওয়ালেটগুলোর।

মার্চ মাসেই বাইন্যান্স জানিয়েছিল, নিষেধাজ্ঞার
ভুক্তভোগী রাশিয়ান ব্যাংকের কার্ডধারীদের নিজস্ব প্ল্যাটফর্মে কোনো সেবা দেবে না তারা।
এ ছাড়াও রাশিয়ার যে সব ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,
নিজস্ব ক্রিপ্টো ওয়ালেট ব্যবহারের সুযোগ হারিয়েছেন তারাও।