উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট-সোনারহাট বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় বৃহস্পতিবার রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল জানান।
নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে। উপজেলার চাপারহাটের বিদেশি মার্কেটে বিকাশের দোকান চালাতেন তিনি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আইয়ুব। পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে তাকে হত্যার করে টাকা লুট করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা আইয়ুবের রক্তাক্ত লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান গোলাম রসুল।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আইয়ুবের মোটরসাইকেল ও হত্যার কাজে ব্যবহৃত একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে তদন্ত করছে পুলিশ।