রোনালদো ও তার জীবনসঙ্গীনী জর্জিনা রদ্রিগেস গত বছরের অক্টোবরে জানিয়েছিলেন, যমজ সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় আছেন তারা। সোমবার তারা জানান, তাদের সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলে শিশুটি মারা গেছে।
স্বাভাবিকভাবেই পরদিন প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না রোনালদো। তবে ম্যাচের সপ্তম মিনিটে ‘সিআর-সেভেন’ এর প্রতি সমর্থন জানাতে দুই দলের সমর্থকরা একসঙ্গে টানা এক মিনিট দাঁড়িয়ে করতালি দেন।
লিভারপুল সমর্থকরা এই সময় সুর মিলিয়ে গেয়ে ওঠেন তাদের বিখ্যাত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’ দুই দলের খেলোয়াড়রা মাঠে নামে কালো আর্মব্যান্ড পরে।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ দুই দলের সমর্থকদের সম্প্রীতির এই দৃষ্টান্ত স্থাপনকে ‘মোমেন্ট অব দা গেম’ বলে উল্লেখ করেন।
রোনালদো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোষ্টে লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানান।
“এক বিশ্ব… এক খেলা… এক বিশ্ব পরিবার…। ধন্যবাদ অ্যানফিল্ড। এই শ্রদ্ধা ও সমবেদনা জানানোর মুহূর্তটি আমি এবং আমার পরিবার কখনোই ভুলব না।”
ম্যাচটি অবশ্য ইউনাইটেড হেরে যায় ৪-০ গোলে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।