প্রতীকী ছবি
বুধবার সন্ধ্যার পর কলাবাগান থানা এলাকার গ্রিন রোডে এই দুর্ঘটনা
ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শফিকুল ইসলাম (৪০) গ্রিনণ রোডে সায়মা কম্পিউটার নামে একটি
কম্পিউটার দোকানের মালিক।
একই ঘটনায় আহত হয়েছেন এনামুল হক (৫০) নামে এক ব্যক্তি। তিনি
সেখানকার রূপসা রেস্তোরাঁর ব্যবস্থাপক।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, সন্ধ্যার পর তারা একটি হোটেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে সানশেড
ভেঙে পড়ে। এতে দুজেই আহত হন।
শফিকুলের দোকানের কর্মচারী মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, ইফতারি শেষে মসজিদে নামাজ পড়তে যান শফিকুল। নামাজ শেষ করে দোকানে
ফেরার সময় রূপসা রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।
শফিকুলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে
গ্রিন লাইফ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এনামুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন।
ওসি পরিতোষ চন্দ্র জানান, “এটি একটি দুর্ঘটনা। বাড়িটি পুরাতন। তবে
এব্যাপারে নিহত বা আহত পরিবারের কেউ আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।”
এক মেয়ের জনক শফিকুল ইসলামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। ঢাকায়
কলাবাগানে থাকতেন তিনি।