স্পটিফাইয়ের সঙ্গে ওবামা দম্পতির এই
‘বিচ্ছেদের’ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রকাশনা ব্লুমবার্গ। ওবামাদের
প্রযোজনা প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন্স’ স্পটিফাইয়ের বদলে বাজারের অন্যান্য
পরিবেশক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
নতুন চুক্তির জন্য হায়ার গ্রাউন্ড যে
প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কথা বলছে তার মধ্যে আছে অ্যামাজনের ‘অডিবল’ এবং ‘আইহার্টমিডিয়া’।
ব্লুমবার্গ জানিয়েছে, স্পটিফাইয়ের সঙ্গেও নতুন চুক্তি নিয়ে আলাপ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি।
তবে নতুন কোনো প্রস্তাব দিতে রাজি হয়নি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, হায়ার
গ্রাউন্ড সম্ভবত একাধিক ‘শো’ বানিয়ে একাধিক প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে
যা স্পটিফাইয়ের ‘এক্সক্লুসিভ ডিল’ভিত্তিক ব্যবসা কৌশলের সঙ্গে সাংঘর্ষিক।
আলোচিত সবগুলো প্রতিষ্ঠানের সঙ্গেই যোগাযোগ
করে মন্তব্য জানার চেষ্টা করেছে ভার্জ। ভার্জের অনুরোধে সাড়া দেয়নি হায়ার গ্রাউন্ড,
অ্যামাজন এবং আইহার্টমিডিয়া। আর মন্তব্য জানানোর অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছেন স্পটিফাই
মুখপাত্র গ্রে মুনফোর্ড।
সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন কারণে
কড়া সমালোচনার মুছে পড়েছে স্পটিফাই। বিশেষ করে জো রোগান পডকাস্ট বিতর্কে বড় বিপাকে
পড়েছিল প্রতিষ্ঠানটি। জো রোগানের সঙ্গে প্ল্যাটফর্মটির ২০ কোটি ডলারের চুক্তির প্রতিবাদে
স্পটিফাই থেকে নিজেদের পুরো ক্যাটালগ সরিয়ে নিয়েছেন নিল ইয়াং এবং জোনি মিচেলের মতো
জেষ্ঠ্য সঙ্গীত শিল্পীরা।
জো রোগান পডকাস্ট নিয়ে সাম্প্রতিক বিতর্ক
ওবামা দম্পতি ও তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সাম্প্রতিক সিদ্ধান্তকে কোনোভাবে প্রভাবিত
করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ভার্জ।