তুমুল আক্রমণের বদলে
তিনি ওই
কারখানা ও
সংশ্লিষ্ট এলাকাকে এমনভাবে ঘিরে রাখতে
বলেছেন, যেন
‘মাছিও তা
গলে বের
হতে না
পারে’।
বৃহস্পতিবার পুতিন রুশ
প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে এ
নির্দেশ দেন
বলে জানিয়েছে
বার্তা সংস্থা
রয়টার্স।
পুতিনের নির্দেশের আগে
শোইগু রুশ
প্রেসিডেন্টকে জানান, ভূগর্ভস্থ অংশসহ বিশাল
ওই আজভস্তাইল
কারখানায় এখনও
২ হাজারের
বেশি ইউক্রেইনীয়
সেনা অবস্থান
করছে।
“ওই শিল্পাঞ্চলে ঝড়
বইয়ে দেওয়ার
প্রস্তাব অপ্রয়োজনীয়
বিবেচনা করছি। এটা বাতিলের নির্দেশ
দিচ্ছি আমি,”
টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে শোইগুকে বলেন
পুতিন। বৈঠকটি ক্রেমলিনে
হয়েছে।
মারিউপোলের অবশিষ্ট ইউক্রেইনীয় সেনারা এই আজভস্তাইল লৌহ ও ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে আছে। ছবি: রয়টার্স
পুতিন বলেছেন, রুশ
সেনাদের সুরক্ষিত
রাখার জন্যই
তিনি আজভস্তাইল
কারখানায় প্রচণ্ড
আক্রমণ না
চালানোর এই
সিদ্ধান্ত নিয়েছেন।
“পাতালের সমাধিক্ষেত্রে যাওয়া
ও এসব
শিল্প স্থাপনার
ভূগর্ভস্থ এলাকায় হামাগুড়ি দেওয়ার দরকার
নেই। পুরো শিল্পাঞ্চলটি
ঘিরে রাখো
যেন মাছিও
গলতে না
পারে,” বলেছেন
তিনি।
পুতিন আজভস্তাইলের ইউক্রেইনীয়
যোদ্ধাদের যারা এখনও আত্মসমর্পণ করেনি
তাদের উদ্দেশে
বলেন, আত্মসমর্পণ
করলে রাশিয়া
তাদের সঙ্গে
ভালো আচরণ
করবে এবং
আহতদের চিকিৎসার
ব্যবস্থা করবে।
ইউক্রেইনের সামরিক সক্ষমতা
কমানো ও
‘বিপজ্জনক জাতীয়তাবাদীদের’ মূলোৎপাটনে রাশিয়া
গত ২৪
ফেব্রুয়ারি দক্ষিণের প্রতিবেশী দেশটিতে তাদের
ভাষায় ‘বিশেষ
সামরিক অভিযানে’
নামে।
রুশ সেনাদের প্রতিরোধে
প্রাণপন চেষ্টা
চালিয়ে যাচ্ছে
ইউক্রেইনের বাহিনী; পশ্চিমা দেশগুলো রাশিয়াকে
সৈন্য প্রত্যাহারে
বাধ্য করতে
তাদের ওপর
ব্যাপক নিষেধাজ্ঞাও
আরোপ করেছে।
আরও খবর:
বৃহস্পতিবার মারিউপোলের নিয়ন্ত্রণ নেবে রাশিয়া: চেচেন নেতা
মারিউপোলে আটকা পড়া সেনাদের সরিয়ে নিতে কিইভের আলোচনার প্রস্তাব
নিষেধাজ্ঞা, অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টার সমালোচনায় শি
‘কুমির’ পুতিনের কারণে ইউক্রেইন শান্তি আলোচনা ব্যর্থ হবে: জনসন
ইউক্রেইনের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
মারিউপোলে কী হচ্ছে, শহরটি কেন গুরুত্বপূর্ণ
আমাদের হাতে মাত্র কয়েক ঘণ্টা আছে: মারিউপোলের মেরিন কমান্ডার