ক্যাটাগরি

খুলনায় বকেয়ার দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন

খুলনার শিববাড়ি মোড় এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ঐক্যর সমন্বয়ক রুহুল আমিন বলেন, “খুলনা অঞ্চলের পাঁচটি পাটকলের ১১ হাজার শ্রমিকের মজুরি বকেয়া আছে। দেশের অন্য ২০টি পাটকলের ১৮ হাজার বদলি শ্রমিকও পাওনা বুঝে পাননি।”

খুলনা অঞ্চলের পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় প্রায় ৬০ হাজার শ্রমিক কাজ হারিয়েছে জানিয়ে তিনি বলেন, “এই শ্রমিকরা ২১ মাস ধরে অমানবিক জীবন যাপন করছেন। পাশাপাশি এই শিল্প-সংশ্লিষ্ট অন্যদের জীবন ও জীবিকার ওপর কালো ছায়া নেমে এসেছে।

“সরকার তিন মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধের ঘোষণা দিলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন করেনি।”

কর্মসূচিতে খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, একই কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম ও শামিম খান ছিলেন।