আগে ব্যাট করে খুব বড় স্কোর গড়তে পারেনি রংপুর শিশু নিকেতন। অলআউট হয় তারা ২১৯ রানে। তবে ওই স্কোরই যথেষ্ট হয় বড় জয়ের জন্য। শেখ ইমতিয়াজ ৭ ওভার বোলিং করে ১৬ রানে নেয় ৮ উইকেট। পুলিশ লাইন্স অলআউট হয় ৭১ রানে। শিশু নিকেতন জয় পায় ১৪৮ রানে।
৩৪৮টি স্কুল ও প্রায় ৭ হাজার ক্রিকেটারের ক্রিকেট উৎসব এই স্কুল ক্রিকেটে এখন চলছে জেলা পর্যায়ের খেলায়। জেলার চ্যাম্পিয়নদের নিয়ে পরে হবে বিভাগীয় পর্যায়ের খেলা।