ক্যাটাগরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল প্রকাশ

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর
রহমান স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে
ফল প্রকাশের
কথা জানানো
হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,
৮৭৯টি কলেজের
মোট ৪
লাখ ৭৪
হাজার ২৪৯
জন পরীক্ষার্থী
৩১টি বিষয়ের
পরীক্ষায় অংশ
নেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং
www.nubd.info থেকে ফল পাওয়া
যাবে।

এছাড়া সন্ধ্যা ৭টা
থেকে মোবাইলে
এসএমএসের মাধ্যমেও
ফল জানা
যাবে।

যে কোন মোবাইলে
nuh1Registration No লিখে
১৬২২ নম্বরে
সেন্ড করতে
হবে।
পরে ফিরতি
এসএমএসে জানিয়ে
দেওয়া হবে
ফল।