বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা পরিচালনা কমিটির বুধবারের সভায় ১০ ইউনিটের পরিবর্তে পাঁচ ইউনিটে ভর্তিপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদ একমত হয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি সময় এবং ভোগান্তি কমে আসবে বলে আশা করি।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের সঙ্গে যুক্ত করে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদকে নিয়ে ‘বি’; নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদকে ‘ডি’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন নিয়ে ‘ই’ ইউনিট করা হয়েছে।