বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা শহরের
বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাস দাঁড় করিয়ে ব্যারিকেড তৈরি করছেন ।
ফলে অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে;
গোবিন্দগঞ্জ সড়কে পণ্যবাহী ট্রাকও আটকা পড়েছে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের
সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, বুধবার রাতে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে
বাসের যাত্রীকে নামিয়ে টেম্পোতে তোলা হলে প্রতিবাদ করেন ওই বাসের চালক। এরপর কথাকাটাকাটির
জেরে টেম্পো চালক মারধর করে বাসচালককে।
এর প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ
রাখার কথা জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে টেম্পো চালকরা এ ধরনের আচরণ করে আসছে, এ
ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে “
বুধবার রাতের ওই ঘটনা নিয়ে টেম্পো চালকদের
বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।