বিএনপির কোনো ‘উন্নয়ন-অর্জন নেই’ মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই
নেতা বলেছেন, ১৩ বছর আগের বাংলাদেশের সঙ্গে এখনকার পার্থক্য ‘দিন আর রাতের’।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে
কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কথা বলছিলেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “সামনে নির্বাচন, আপনারা
বাংলাদেশের জনগণের কাছে কোন এজেন্ডা নিয়ে নামবেন। কি উন্নয়ন আপনাদের আছে?”
তিনি প্রশ্ন করেন, “ক্ষমতায় থাকার সময় লোডশেডিংয়ের জন্য মানুষের
কী অবস্থায় ছিল? কী অবস্থা ছিল এই শহরে?”
এখন শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসার কথা তুলে ধরে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক সরকারের নেওয়া মেগা প্রকল্পের বিবরণ তুলে ধরেন।
“নিজের অর্থায়নে পদ্মা সেতু। বাংলাদেশে আজ দক্ষিণ এশিয়ার মধ্যে
প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হয়েছে। মেট্রোরেল হয়েছে।”
বিএনপি কী কখনো ভাবতে পেরেছে এই মেট্রোরেলের কথা? বাংলাদেশের
উন্নয়ন-অর্জনে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ‘উন্নয়নের মহাসড়কে অদম্য
গতিতে এগিয়ে যাচ্ছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কাছে দেশ ও জনগণের
মর্যাদা ক্ষুণ্ন করতে ‘একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে’।
এসব ‘ষড়যন্ত্র বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যেও’সরকার ভারসাম্যমূলক
নীতি নিয়ে বাংলাদেশকে আজকে ‘স্থিতিশীল রেখেছে’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “কোনো দেশ বাংলাদেশের মত ভারসাম্যমূলক অবস্থায় আছে?
বাংলাদেশের প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আজ সারা বিশ্বের বিস্ময়। বিশ্ব ব্যাংক, তারা
বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির প্রশংসা করে।”
অতীতের সঙ্গে এখনকার বাংলাদেশের পার্থক্য তুলে ধরে ওবায়দুল কাদের
বলেন, “আজকে শেখ হাসিনার মত নেতৃত্ব আছে বলে বাংলাদেশ অনেক দেশের সঙ্গে তুলনা করলে
অনেক ভালো আছে।…। কোথায় ছিল বাংলাদেশ, কোথায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা।”
অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন ওবায়দুর কাদের।