ক্যাটাগরি

মানিকগঞ্জে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকায় বুধবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান।

নিহত কাওসার (৪৫) জয়পুরহাট জেলার পাচঁবিবি থানার জয়হার গ্রামের লোকমানের ছেলে।

ইমরানের ভাষ্য, কয়েকজনের একটি ডাকাতদল ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন খবরে তারা সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে  সেখানে পর তার মৃত্যু হয়।

কাওসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন,তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ  ঘটনায় তাদের দুই সদস্যও  আহত হয়েছেন। 

এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিস্তল, দুটি বড় রামদা, একটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধারের খবরও জানিয়েছে র‌্যাব।