মঙ্গলবার সকালে ক্যাম্পাসে আটটি ডাস্টবিন স্থাপনের এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক তারিক জামান জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িকতা থেকে দূরে রাখতে এ উদ্যোগ।
সংগঠনটির সভাপতি জুলফিকার আহমেদ বলেন, “সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে, যা কোন অবস্থাতেই কাম্য না। পুরো বিশ্ব যেখানে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি পেছনে, যা মেনে নেওয়া কষ্টকর। বাংলাদেশের মানুষ ধর্মভীরু। কিন্তু ধর্মভীরুতার সুযোগ নিয়ে একটা গোষ্ঠী সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আমরা অ্যালামনাইরা চাই, বর্তমান ছাত্র-ছাত্রীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকুক।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, “আবর্জনা যেমন ক্যাম্পাস ময়লা করছে, তেমনই সাম্প্রদায়িকতা মানুষ ও সমাজ দূষিত করছে। তাই এদুটো যদি এখানে ফেলতে পারি তাহলে মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |