ক্যাটাগরি

রোমাঞ্চকর লড়াইয়ে চেলসিকে হারাল আর্সেনাল

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।

প্রথম ৩২ মিনিটেই হয় চার গোল! দুবার পিছিয়ে পড়ে প্রতিবারই সমতা টানে চেলসি। এরপর আর পেরে ওঠেনি তারা। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলে এডি এনকেটিয়া আবার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা।

লিগে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল চেলসি।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গোলরক্ষক এদুয়াঁ মঁদির উদ্দেশ্যে ব্যাক পাস দিতে চেয়েছিলেন চেলসির ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, কিন্তু জোর ছিল না। বল ধরে জালে পাঠান এনকেটিয়া।

সফরকারীদের সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। তিন মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। আলগা বল পেয়ে রুবেন লোফ্টাস-চিক পাস দেন টিমো ভেরনারকে। জার্মান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের বেন হোয়াইটের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

প্রতি-আক্রমণে ২৭তম মিনিটে আবার এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগোরের পাস ডি-বক্সের মাথায় পেয়ে নিচু শটে গোলটি করেন এমিল স্মিথ।

এবারও বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। চার মিনিট পর স্কোরলাইন ২-২ করেন সেসার আসপিলিকুয়েতা। বাঁ দিক থেকে ম্যাসন মাউন্টের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।

৫৭তম মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় আর্সেনাল। সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি চেলসির ডিফেন্ডাররা। ম্যাচে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন এনকেটিয়া।

আর যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ান সাকা। তাকে ডি-বক্সে আসপিলিকুয়েতা ফাউল করায় পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

৩২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম হটস্পার।

৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি।

দিনের আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৭। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে লিভারপুল।