ক্যাটাগরি

লক্ষ্মীপুরে চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আরিফ হোসেন রুবেল (২৮) হোসেন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের একই বাড়ির আবুল বাশারের ছেলে।

রায় ঘোষণার সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান।

মামলার বরাতে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হারুনুরের ঘরে ঢুকে তার ভাতিজা রুবেল তার পেটে এবং শীররের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় হারুনুরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তির পর সেখানে হারুনুরের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমুন নাহার সুইটি রুবেলকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. আবদুল হান্নান রুবেলের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ জুলাই আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।