ক্যাটাগরি

সাত কলেজের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস)
অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা পিছিয়ে আগামী ২১ মে দুপুর ১২টায় নতুন সূচি দেওয়া হয়েছে।

বাকি পরীক্ষাগুলো আগের সূচিতে নেওয়া হবে বলে জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবারের পরীক্ষা পেছানোর কোনো কারণ সেখানে বলা হয়নি।
তবে এই সাত কলেজের মধ্যে ঢাকা কলেজের হল বুধবার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল নিউ মার্কেটের
দোকানকর্মীদের সঙ্গে সংঘর্ষের কারণে। বুধবারও কলেজের পরিস্থিতি স্বাভাবিক হয়নি।