উপ-পরিচালক তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার সকালে তার ফেইসবুক পেইজের পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন। পাশাপাশি তার নম্বর থেকে কল দিয়ে কোনো অর্থনৈতিক সুবিধা চাইলে সরাসরি অফিসে যোগাযোগ করতে বলা হয়।
তোফাজ্জল হোসেন বলেন, ”বুধবার থেকে এ সমস্যা দেখা দিয়েছে। টাকা চাওয়ার পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি ও সচিবদের কাছে অফিস পরিদর্শনের যাওয়ার মত মিথ্যা তথ্যও দেওয়া হচ্ছে। এ বিষয়ে ফেইইসবুকে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছি।”
তবে এ বিষয়ে তিনি এখনও আইনি পদক্ষেপ নেননি। কেন নেননি সে সম্পর্কে তিনি কিছু বলেননি।